অবশেষে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন বার্সেলোনার প্রধান

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি বার্সেলোনায় ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন নেইমার। তাছাড়া কাতালান ক্লাবটির কয়েকজন পরিচালকের সঙ্গেও নাকি বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। এনিয়ে জল কম ঘোলা হয়নি। নেইমারের ন্যু ক্যাম্পে ফেরা যে হচ্ছে না সেটা বার্সার ক্রীড়া পরিচালকও জানিয়ে দিয়েছিলেন।

আর এনিয়ে রীতিমতো বিব্রত ক্লাবের প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তেমিউ। অবশেষে নেইমার প্রসঙ্গে এবার মুখ খুললেন ক্লাবটির প্রেসিডেন্ট। এদিকে গত বৃহস্পতিবার স্প্যানিশ রেডিও চ্যানেল কানাল রেডিওকে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বার্সেলোনার প্রধানকর্তা।

এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। কয়েকবারই দেখা হয়েছে ওর সাথে। কিন্তু তার ঘনিষ্ঠরাও কখনো আমাকে বলেনি যে সে ফিরতে চায়। ফ্রান্স থেকে তার ফেরাটা প্রায় অসম্ভব।’

তাছাড়া কেন নেইমারের ন্যু ক্যাম্পে ফেরা হচ্ছে না সেটার ব্যাখ্যাও দিয়েছেন বার্সেলোনার প্রধানকর্তা। তিনি বলেছেন, ‘কেউ আমাদের এটা নিয়ে কিছু বলেনি। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে। ওখানে তার দ্বিতীয় মৌসুম চলছে। নেইমারকে বিক্রি করা তাদের জন্যও খুব কঠিন কাজ। আমরাও সেটা চাইনি।’