অবসরের ঘোষণা দিয়েই হাথুরুসিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রবিউল

কিছুদিন আগেই সব ধরণের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রবিউল ইসলাম। টেস্টে দুর্দান্ত ফর্মে থাকার পরেও জাতীয় দলে জায়গা হয়নি তার। এবার তিনি অবসরের কারণ জানিয়েছেন। যার মধ্যে একটি ছিল বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে।

তখন হাথুরুসিংহে তাকে দল থেকে বাদ দিয়েছিল বলেই জানিয়েছেন রবিউল। তিনি মনে করেন, তিনি হাথুরুসিংহের প্রিয় খেলোয়াড় হয়ে উঠতে পারেননি বলেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক কোচেরই কিছু পছন্দের খেলোয়াড় থাকে। আমি হয়তো তার পছন্দের খেলোয়াড় হয়ে উঠতে পারিনি। আমি বাদ পড়িনি, আমাকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলতেন আমি নাকি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট না।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ‘একটা প্রশ্ন করতে পারি।’ তিনি বললেন, ‘নিশ্চয়ই।’ আমি জিজ্ঞাসা করলাম ‘১৪০ কিলোমিটার বেগে সুইং ছাড়া বোলিং করার চাইতে ১৩০-১৩৫ কিলোমিটার বেগে বোলিং করে সুইং করাতে পারাটা বেশি দরকারি না? যেটা খেলতে ব্যাটসম্যানের সমস্যা হয়?’ তিনি আমার কথার কোনো জবাব দেননি।’