অমর একুশে গ্রন্থমেলা শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মাতৃভাষার চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে আজ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা-২০১৯। ‘বিজয়: ১৯৫২ থেকে ১৯৭১ নবপর্যায়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বইমেলার সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে।

আজ বিকাল ৩টায় গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কবি শঙ্খ ঘোষ এবং মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মহসেন আল আরিশি।

এবারের মেলায় ছয় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, মেলায় থাকছে ৪২টি প্যাভিলিয়ন। বাংলা একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে মেলার নিরাপত্তায় বসানো হচ্ছে ২৭০ টির বেশি সিসি ক্যামেরা। থাকছে র‍্যাব-পুলিশের অস্থায়ী ক্যাম্প। এদিকে পয়লা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী এই আয়োজন, প্রতিদিন বিকেল তিনটা থেকে চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। তবে, ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে।