অস্ট্রেলিয়াকে নিয়ে ভারতের এ কেমন বিজ্ঞাপন, বিপাকে শেবাগ

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফর করেছে ভারতীয় দল। এবার ফিরতি সফর হিসেবে ভারত সফর করবে অস্ট্রেলিয়া দল। আর এই সফরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

তবে সিরিজ শুরুর আগেই শুরু হয়ে গেছে সমালোচনা। মূলত আসন্ন সিরিজকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিও প্রচার করে হয়েছে। আর সেই ভিডিওতে কাজে লাগানো হয়েছে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগকে।

তার সঙ্গে সেই ভিডিওতে রয়েছে অনেকগুলো শিশু। অস্ট্রেলিয়ার জার্সি পরিহিত এই শিশুগুলোকে নিজেদের দেশে স্বাগত জানাচ্ছেন শেবাগ। তাদেরকে কোলে নিয়ে শেবাগ বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন ওরা জিজ্ঞেস করেছিল বেবি সিটিং করবে? আমরা বলেছিলাম, সবাই চলে আসো, অবশ্যই করবো।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন অস্ট্রেলিয়া সফরকালে ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্টকে ‘বেবিসিটার’ বলে সম্বোধন করেছিলেন। এবার সেই ভিডিওতে পুরো অস্ট্রেলিয়া দলকেই বেবি বা শিশু হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও ভিডিওটির শেষ দিকে ছোট একটি শিশু শেবাগের কোলে হিসু করে দেয়। আর এই ব্যাপারটি নিয়েই আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।