অস্বস্তির মাঝে স্বস্তির খবর পেল চিটাগং ভাইকিংস

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপপর্বের ম্যাচগুলো এরই মধ্যে শেষ হয়েছে। প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংস। আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) প্লে-অফের এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে চিটাগং।

তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হয়েছে দলটিকে। জাতীয় দলে যোগ দিতে এরই মধ্যে দেশে ফিরে গেছেন চিটাগংয়ের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। অন্যদিকে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন দলটির অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

ডক স্টিকের বিপক্ষে অনুশীলনে ব্যাটিং করছিলেন মোসাদ্দেক। ইয়র্কার লেন্থের একটি বল লেগ সাইডে ফ্লিক করতে গেলে তা ব্যাটে না লেগে পায়ে লাগে। এরপর মাটিতে লুটিয়ে পরেন মোসাদ্দেক। ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচের আগে মোসাদ্দেকের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দলটি।

অন্যদিকে স্বস্তির ব্যাপার হল, ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট আছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। আগামীকালের ম্যাচে মাঠে নামতে পারবেন বলেই আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যকে জানিয়েছেন ফ্রাইলিঙ্ক।