আইসিইউতে কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি

গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় কবি আল মাহমুদকে। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি ইবনে সিনার নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

এ বিষয়ে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, তার প্রেসার ও হার্টবিট কমে গেছে ।

এদিকে, অসুস্থ কবির পরিবার থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

কবির ছোট ছেলে মীর আনিস দেশবাসীর কাছে তার বাবার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।

দেশবরেণ্য এই কবি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছেন। তার কিডনি ও লিভারে আগেই থেকে ইনফেকশন ছিল।

আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্ম তার।

বাবা-মা তার নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ রাখলেও তিনি বাংলা সাহিত্যে আল মাহমুদ নামেই রিচিত। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান পেয়েছেন এবং একুশে পদকসহ পেয়েছন অনেক সম্মাননা।