আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ বাংলাদেশী ব্যাটসম্যান-বোলার যারা

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই র‍্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ১৪তম স্থানে। যা কিনা ব্যাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান।

অন্যদিকে বোলারদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। তবে শীর্ষ ২০ এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি বোলার।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী ব্যাটসম্যান যারা:

১) মুশফিকুর রহিম – ১৪তম (রেটিং পয়েন্ট-৭১২)

২) তামিম ইকবাল- ১৫তম (রেটিং পয়েন্ট-৭১২)

৩) সাকিব-আল-হাসান- ৩২তম (রেটিং পয়েন্ট- ৬০৩)

৪) সৌম্য সরকার- ৪১তম (রেটিং পয়েন্ট- ৫৭৫)

৫) মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫তম (রেটিং পয়েন্ট- ৫৬২)

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী বোলার যারা:

১) মুস্তাফিজুর রহমান- ৬ষ্ঠ (রেটিং পয়েন্ট- ৬৯৫)

২) মাশরাফি মুর্তজা- ২৫তম (রেটিং পয়েন্ট- ৫৯৩)

৩) সাকিব-আল-হাসান- ২৭তম (রেটিং পয়েন্ট- ৫৮৪)

৪) মেহেদী মিরাজ- ২৮তম (রেটিং পয়েন্ট- ৫৭৮)

৫) রুবেল হোসেন- ৫১তম (রেটিং পয়েন্ট- ৪৮৫)