আফ্রিদির বোলিংয়ে মুগ্ধ মাশরাফি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদির বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একটু সুযোগ ও পরিচর্যা পেলে তরুণ আফ্রিদি হতে পারে বাংলাদেশের লেগ স্পিনার খরার সমাধান, এমন বিশ্বাস রাখছেন রংপুরের কাপ্তান। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে দুই ওভার তিন বল করছেন তিনি। মাত্র ৮ রান খরচায় উইকেট নিয়েছেন একটি।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদির বোলিং নিয়ে মাশরাফি বলেছেন, ‘এদেরকে আসলে একটু সাহস বা গাইডেন্স দিলে, আমাদের যেই দুর্বল জায়গাটা আছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে, লেগ স্পিনারের ক্ষেত্রে, এমন কিছু পেলে যদি ব্যাক আপ করা যায়, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে।’

এদিকে কুমিল্লার বিপক্ষে অভিষেক ম্যাচে পুরো স্পেলে মিতব্যয়ী বোলিং করলেও দ্বিতীয় স্পেলে এসে মাশরাফির নজর কেড়েছেন তিনি। মাশরাফির ভাষায়, ‘মনে মনে আমরা সবাই লেগ স্পিনার খুঁজছিলাম। আমিও খুঁজছি। ওকে পাওয়ার পর অনুশীলনে দেখেছিলাম। আমাদের দলে একটা জায়গা ফাঁকা ছিল, তখন আমি রেখে দিয়েছি। খেলানোর সুযোগ পাচ্ছিলাম না, আজ খেলিয়েছি। প্রথম তো, একেবারে বাচ্চা ছেলে, ১৭-১৮ বছর বয়স।’

এ সময় মাশরাফির আরও বলেন, ‘আমার কাছে মনে হয় যেভাবে ও বোলিং করেছে, বিশেষ করে সেকেন্ড স্পেলে এসে দুইটা বল করেছে সে, দেখে মনে হয়ে বেশ কনফিডেন্ট। প্রথম দিকে কিছু হাফ ভলি, ফুল টস দিয়েছে। পরে যেই দুইটা বল করে সেটা জায়গা মত ছিল।’