আবারও কাশ্মীরে বিস্ফোরণ, ১ সেনা নিহত

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা শহরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৪৬ জন জোয়ান নিহত হয়েছেন। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্য উত্তেজনা এখন চরম তুঙ্গে। এ উত্তেজনা রেশ কাটতে না কাটতেই ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা।

এবার সীমান্তবর্তী রাজৌরিতে আইইডি বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আরও কয়েকজন সেনা আহত হয়েছে।

জানা গেছে, সীমান্তবর্তী রাজৌরিতে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে। মনে করে হচ্ছে, সীমান্তে পাক জঙ্গিরাই এই বিস্ফোরক রেখে গিয়েছিল। এর উদ্দেশ্যে ছিল বড়সড় বিস্ফোরণ ঘটানোর। পুলওয়ামা জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই সীমান্তে আবার এই বিস্ফোরণে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা শহরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৪৪ জন সেনা সদস্যকে হত্যাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম আদিল আহমেদ দার (২০) ।