আমি আশা করবো ফাইনালে সে ভালো করবে : ইমরুল

আগামীকাল শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

আর ঢাকার বিপক্ষে এই ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির উপর অনেকটায় আশা রাখছেন দলের অধিনায়ক ইমরুল কায়েস। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফ্রিদিকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন ইমরুল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। শহীদ আফ্রিদি আছে, সে জানে। অনেক ম্যাচ খেলেছে টি-টোয়েন্টিতে। আপনারা জানেন সে প্রথম থেকেই ভালো বোলিং করে আসছে। আমি আশা করবো ফাইনালেও ও ভালো বোলিং করবে।’

এদিকে দলের সবাই ফিট হয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন ইমরুল। তিনি বলেন, ‘এই ম্যাচের আগ পর্যন্ত আমি নিজেও একটু আনফিট ছিলাম। আমি এটা রিকভারি করেছি। আমি আশা রাখছি কাল আমরা সবাই খুব ফ্রেশ থাকবো, ফ্রেশ হয়ে মাঠে নামবো।’