আরেকটি রেকর্ডে রোনালদোকে পেছনে ফেলল মেসি

বার্সালোনা তাদের সর্বশেষ লা লিগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার। আর এই ম্যাচে বার্সালোনা ২-২ গোলে ড্র করেছিল। ম্যাচে বার্সালোনার হয়ে দুটি গোলই করেছিলেন মেসি। এই ২টি গোলের সুবাধে চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাড়িয়েছে ২১টি।

আর এই মৌসুমে ২০ গোলের ছোট মাইলফলক স্পর্শ করেছে রেকর্ড গড়েছেন মেসি। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে প্রথম কোন খেলোয়াড় হিসেবে টানা ১১ মৌসুমে ২০ গোলের মাইফলক স্পর্শ করেছেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো এই মৌসুমে এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন। তার সামনেও সুযোগ আছে ২০ গোলের মাইলফলক স্পর্শ করার। কিন্তু তিনি যদি সেটা স্পর্শ করেন তাহলে তা হবে টানা ১০তম বারের।

রোনালদো সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে ২০ গোল করতে পারেনি। ম্যানইউতে শেষ বছরে ১৮টি গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।