আশরাফুলের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন আতাহার আলী খান

পাঁচ বছর পর বিপিএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। চিটাগং ভাইকিংসের হয়ে তিন ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন আশরাফুল।

প্রথম ম্যাচে ৩, দ্বিতীয় ম্যাচে ২২ ও সর্বশেষ ম্যাচে রানের খাতা খুলতে পারেননি আশরাফুল। বিপিএলে ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলে জায়গা পাওয়া খুবই সহজ। বিপিএলের পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি আশরাফুল।

তাহলে কি আর জাতীয় দলে দেখা যাবে না আশরাফুলকে? নাকি আবারো জাতীয় দলে দেখা যাবে তাকে? এমন প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং খ্যাতিমান ধারাভাষ্যকার আতাহার আলী খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার বলার কিছু নাই। এটা নির্বাচকদের ব্যাপার। আমরা জানি এবারও সে বিপিএল খেলেছে। আমার মনে হয় ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। আপনি শতভাগ ফিট না হলে… খুব কঠিন। আমাদের জাতীয় দলের দিকে যদি দেখি.. আশরাফুল কার জায়গায় খেলবে? এটা খুবই কঠিন। পারফর্মেন্স ছাড়া তো মনে হয় না নির্বচকেরা সুযোগ দেবে। আপনাকে নির্বাচকদের কাছে নিজেকে প্রমাণ করতে হবে।’