ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে প্রয়োজন আরো ২৯৯ রানের। ইংল্যান্ডের দেয়া ৩৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ দল।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেয়া ৩৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২২৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড ৮ উইকেটে ২২৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

জয়ের জন্য ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। ৬ রান করে আউট হন অমিত হাসান। অন্যদিকে ২৮ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান।

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ২৯৯ রান। হাতে আছে আরো ৯টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৩৩৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস:(আগের দিন ১৯৪/৬) ৮৮ ওভারে ২২৮ (মাহমুদুল ৭৪, রুহেল ৪, মিনহাজুর ১১*, মুজাক্কির ০, গালিব ৪; ফিঞ্চ ১/৫১, অলড্রিজ ৪/৪৪, বল্ডারসন ৩/৪০, হলম্যান ১/৩৯, কাদরি ১/১৯, হিল ০/১৪)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য়:

ইনিংস: ৫৪ ওভারে ২২৩/৮ (ডি.) (বল্ডারসন ৯, চার্লসওয়ার্থ ৬, স্মিথ ১০৪, ল্যামনবাই ১২, গোল্ডসওয়ার্থি ১৩, হিল ২০, কক্স ৩০, হলম্যান ৭, অলড্রিজ ৯*, কাদরি ৪*; মুজাক্কির ২/৫০, গালিব ২/৫৮, মিনহাজুর ৪/৭৪, রুহেল ০/৩৭, মাহমুদুল ০/২)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩) ৭.৩ ওভারে ৩৪/১ (তানজিদ ২৮*, অমিত ৬; ফিঞ্চ ০/১৮, অলড্রিজ ১/১৬)