ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে টম মুডির ভবিষৎবাণী

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে। ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের।

আর আসন্ন এই বিশ্বকাপে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপকে বাংলাদেশ দল স্মরণীয় করে রাখতে পারবে বলেই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও চলতি বিপিএলে রংপুর রাইডার্সের প্রধান কোচ টম মুডি। একই সঙ্গে বাংলাদেশ দলকে সতর্ক বার্তাও দিয়েছেন মুডি।

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট সাফল্যের বিচারে অনেক এগিয়েছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এমন সাফল্যের পেছনে বিপিএল আসরের ভূমিকা আছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ দলটি এবারের বিশ্বকাপে অন্যতম অভিজ্ঞ দল হবে। মাশরাফী, সাকিব, মুশফিকদের মতো দারুণ সব ক্রিকেটার এই দলে আছে। বিশ্বকাপে বাংলাদেশ স্মরণীয় কিছু করতে হলে, আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে, কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে।’