ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিতের অন্যরকম ‘সেঞ্চুরি’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরে ভারত। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

এদিন ছক্কার সেঞ্চুরি করেছেন তিনি। মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছয়ের সংখ্যা ছিল ৯৮টি। আর মাঠে নেমেই ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন তিনি।

আজকের ম্যাচে ৪ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করেছেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৩টি ছক্কা হাঁকিয়ে সবার উপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। গেইলের সমান সংখ্যক ছক্কা নিয়ে দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল।