ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর মোটেও ভালো কাটছে না। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছে তারা। আর সেই ম্যাচে চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছেন মিঠুন।

দুই ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৫৭ রান। অন্যদিকে মুশফিক প্রথম ম্যাচে ৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ২৪ রান। কিন্তু দ্বিতীয় ম্যাচে দু’জনেই ইনজুরিতে পড়েছেন।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। অন্যদিকে পাঁজরের ব্যথায় ভুগছেন মুশফিক। এদিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই চোট পান দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

সাকিবের পরিবর্তে দলের সঙ্গে যুক্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস। কিন্তু ইনজুরিতে পড়ে বাদ পড়েন তিনি। এবার তাদের সঙ্গে যুক্ত হল মুশফিক-মিঠুনের নাম।