ইমরান খানকে সুনীল গাভাস্কারের বিশেষ বার্তা

গেল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। এদিকে এই ঘটনায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের রাষ্ট্রপুঞ্জে ধরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ইমরান, তুমি যখন দায়িত্ব নিয়েছিলে, তখন নতুন পাকিস্তান গড়ার কথা বলেছিলে। তুমি বলেছিলে, ভারত এক পা এগোলে, তুমি দুই পা এগোবে। আমি চাই পাকিস্তান যেন প্রথম পা বাড়ায়। যারা সমস্যা তৈরি করছে, তাদের ধরো আর রাষ্ট্রপুঞ্জের হাতে দাও। তুমি এই দুই পা এগোও, দেখো ভারত কত পা এগোয়।’

তিনি আরো বলেন, ‘আমি রাজনীতিবিদ নই। তুমি আমার বন্ধু। ওয়াসিম আকরামও আমার বন্ধু। শোয়েব আখতারও তাই। তুমি প্রথম পদক্ষেপ নাও। তা হলেই নতুন পাকিস্তানের পরিচয় পাব। জঙ্গি-হানার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যার্পণ করো। সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করো। তারপর দেখো ভারত কতটা এগোয়। আমি ক্রীড়াবিদ হিসেবে নিশ্চিত যে ভারতবাসী সাধুবাদ জানাবে।’