ইমরান খানের কাছে হরভজনের আবেদন

গেল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত।

আর এমন ঘটনায় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের দাবি জানিয়েছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন হরভজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ইস্যুতে ইমরানের কাছে কড়া পদক্ষেপ দেখতে চাইছি। আর এগুলো কী ভাবে সামলাতে হয়, তা ইমরানের ভালই জানা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক ভাবে এই ইস্যুগুলো কী ভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা বোঝার পক্ষে আমরা নিতান্তই শিশু। তবে এগুলোর একটা শেষ হওয়া দরকার। আমাদের যেন একজনও সেনা প্রাণ না হারায়। প্রত্যেক সেনাই কারও সন্তান, কারও ভাই। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা একমাত্র সেই পরিবারই উপলব্ধি করতে পারে।’