ইমরান খানের বক্তব্য প্রত্যাখ্যান করল ভারত

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত।

এদিকে গতকাল মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, কাশ্মীরে হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত না করে পাকিস্তানকে ‘বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

একই সঙ্গে যারা পাকিস্তানের ভূমি ব্যবহার করে সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়।

এদিকে সন্ত্রাসী হামলার সঙ্গে ভারতের আসন্ন নির্বাচনকে জড়িয়ে বক্তব্য দেয়ায় ইমরান খানের সমালোচনা করা হয় বিবৃতিতে।

তাছাড়া ইমরান খানের আলোচনার প্রস্তাবের জবাবে বলা হয়েছে, সন্ত্রাস ও সহিংসতা দমনে ইতিবাচক আলোচনার জন্য ভারত সব সময় প্রস্তুত।