ইমরান খানের মন্তব্যের সমর্থনে মুখ খুললেন আফ্রিদি

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফের ওপর ভয়াবহ হামলা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানীতে গিয়ে পৌঁছেছে। দু’দেশের রাজনীতিবীদদের মধ্যেই নয় শুধু, দু’দেশের সাধারণ মানুষের মধ্যেও যেন এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। যেখান থেকে বাইরে নেই ক্রিকেটাররাও।

এদিকে ইমরান খানের মন্তব্যের সমর্থনে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি। পাকিস্তানের সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘কোনও প্রমাণ ছাড়াই ওরা সরাসরি সব দোষ পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আগেই পরিষ্কার করে তার মতামত জানিয়েছিলেন। সেখানে তিনি ভারত, ছাড়াও আফগানিস্তান, ইরানও চিনের সঙ্গে সম্পর্ক ভাল করার কথা বলেছিলেন।’

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে আত্মঘাতি হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গি গোষ্টী জইশ-ই-মহম্মদ। এই হামলার পর পাকিস্তান প্রিমিয়ার লিগের সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় ভারতীয় সংস্থা আইএমজি-রিলায়েন্স। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে এই টুর্নামেন্ট।

এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘কঠিন সময়েই মানুষ বন্ধু চিনতে পারে। এবং শিক্ষিত মানুষরা এমন ব্যবহার করে না।
তিনি আরও বলেন, ‘কঠিন সময়েই তুমি চিনতে পারবে কে তোমার বন্ধু। ওরা বিশ্বকে কী দেখাতে চাইছে যে ওরা শিক্ষিত? শিক্ষিত মানুষেরা এরকম ব্যবহার করে না।’