ইমরুলকে দলে জায়গা দেওয়া নিয়ে সুর পাল্টালেন পাপন!

আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে ফর্মে থাকা ইমরুল জায়গা করে নিতে না পারলেও বেশ কয়েকজন অফফর্মে থাকা ঠিকই জায়গা করে নিয়েছেন। তবে দিন এর দুয়েক পরে দলে কেন জায়গা পেলেন না সেটি নিয়ে প্রশ্ন তুলেন ইমরুল নিজেই। এরপরেই বিসিবির অনেক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছিলেন দলে ডাক পেয়েছেন ইমরুল।

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ইমরুলের দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছিলেন। কিন্তু ইমরুলকে দলে জায়গা দেওয়া নিয়ে এবার ভিন্ন কথা জানালেন পাপন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরুল প্রসঙ্গে পাপন বলেন, ‘১৫ জনের তালিকা দেওয়া হয়েছে। স্কোয়াডে আরেকজন আসার সুযোগ আছে। ১৬ জনে ওর (ইমরুলের) আসার সম্ভাবনাই খুব বেশি। আমার ধারণা ও (ইমরুল) চলে আসবে।’

পাপন আরো বলেন, ‘ইমরুলকে স্কোয়াডে নেওয়া হয়েছে এবং এটা আমি নিশ্চিত করেছি। তবে এখনো আমার কাছে নামই আসেনি, তো আমি কীভাবে কনফার্ম করব। এটা তো নির্বাচকদের কাছ থেকে আসবে। এটা যখন দেখেছি, দেখার পরে কয়েকটা চ্যানেল আমাকে ফোনও করেছিল। সঙ্গে সঙ্গে তাদের বলা হয়েছে এটা এরকম নয়। তারপরও যখন নিউজ সরায়নি তখন হয়ত রাগ করেছে কেউ, এটা তো হতেই পারে।’