ইমরুলকে নিয়ে নিজের অভিমত জানালেন অধিনায়ক মাশরাফি

আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে ফর্মে থাকা ইমরুল জায়গা করে নিতে না পারলেও বেশ কয়েকজন অফফর্মে থাকা ঠিকই জায়গা করে নিয়েছেন। তবে দিন এর দুয়েক পরে বিসিবির অনেক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছিলেন দলে ডাক পেয়েছেন ইমরুল।

কিন্তু ইমরুলকে দলে জায়গা দেওয়া নিয়ে বিসিবি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এবার ইমরুলের ব্যাপারে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে প্রশ্ন করা হয়। ইমরুলের ব্যাপারে সাংবাদিকদের বেশ কিছু কথা বলেছেন ইমরুল।

ইমরুলের প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘যাকে নিয়ে আমাকে বলা হবে আমি অবশ্যই তাকে নিয়ে ইতিবাচক কথাই বলব। যাদের নিয়ে কথা হচ্ছে সবাই ভালো প্লেয়ার। বাংলাদেশের জন্য অনেক অবদান আছে, বিশেষ করে ইমরুলের তো অনেক অবদান।’

তিনি আরো বলেন, ‘নির্বাচকেরা আছেন, সবাই মিলে ঠিক সিদ্ধান্তটা নেবেন আশা করি। ইমরুল হলে অবশ্যই ভালো, সে সাম্প্রতিক সময়ে পারফর্ম করেছে। বাকিটা নির্বাচকেরা আছেন। তারা দেখবেন।’