উদ্ধার অভিযান সমাপ্ত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে দেশের অন্যতম ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা অনেক।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ধ্বংসস্তূপ থেকে আগুন জ্বলছে। এদিকে, ফায়ার সার্ভিস থেকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গেছেন চকবাজারে থেকে বের হয়েছে একের পর এক লাশ। এ যেন মৃত্যুপুরী। এদিকে নিখোঁজ আর নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডরে করিডরে ঘুরছেন স্বজনরা।

অনেকেই আপনজনকে খুঁজে পেয়ে আশায় বুক বাঁধছেন। অনেকেই প্রিয়জনের লাশ সনাক্ত করার পর ভেঙ্গে পড়েছেন কান্নায়। আবার অনেকে আহত-নিহত কোন তালিকাতেই খুঁজে পাননি স্বজনদের।