চার জনের মধ্যে বাদ পড়বে কে

ওয়ানডে ম্যাচে মাশরাফি পেস বোলার হিসেবে থাকেন নিশ্চিত ভাবেই। তার সাথে থাকেন মুস্তাফিজ। এই দুই তারকার সাথে অন্য কোন পেসার থাকলে সেখানে চলে নির্বাচন। নির্বাচকরা সিদ্ধান্ত নেন কে খেলবে।

তেমনি টেস্টে বাংলাদেশের পেস বোলিংয়ে নিশ্চিত হলেন একজন। তিনি মুস্তাফিজ। মাশরাফি না থাকায় এখন আর দ্বিতীয় কোন পেসার নিশ্চিত না।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাই মুস্তাফিজের পর দ্বিতীয় পেসার কে হবে সেটা অনিশ্চিত। তবে যেহেতু সিরিজটি নিউজিল্যান্ডের মাটিতে তাই পেসার তিনজন থাকা নিশ্চিত।

বাংলাদেশের একাদশে এখন পেসার আছেন ৪জন। আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মুস্তাফিজ ও খালেদ আহমেদ।

এই চারজন পেসারই আজ প্রস্তুতি ম্যাচে বোলিং করেছিল। চার জনের মধ্যে তিনজন ভালো করেছিল। খরুচে বোলার ছিল একজন।

মুস্তাফিজ ৫ ওভারে ৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিল। রাহি ৩ ওভারে দিয়েছিল ৩৪ রান। খালেদ আহমেদ ৩ ওভারে দিয়েছিল ৮ রান। এবাদত হোসেন ১ ওভারে চার দিয়ে উইকেট নিয়েছিল একটি।

যদি চার পেসার নেয় তাহলে তো তারা চারজনই থাকবে। আর যদি তিন পেসার নেয় সেক্ষেত্রে মুস্তাফিজ নিশ্চিত। নিউজিল্যান্ডের মাটিতে গতিশীল বোলারের জন্য এবাদতও থাকবেন একাদশে। লড়াইটা হবে রাহি এবং খালেদের মধ্যে। দুজনেই বিপিএলে দারুণ বোলিং করেছিলেন। তাই এবার দেখার বিষয় কে থাকে একাদশে।