এই ব্যাটিং মুল সিরিজে অব্যাহত থাকবে তো

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শুরু হবে ২৮ ফেব্রুয়ারী। আর এই প্রথম টেস্ট ম্যাচের আগে আজ দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৬ উইকেটে ৪১১ রান করেছে টাইগাররা।

রান পেয়েছে প্রায় সব ব্যাটসম্যান। টপ অর্ডার থেকে শুরু করে একমাত্র মুমিনুল ছাড়া রান পেয়েছেন সবাই। মুমিনুল কেবল ২০ রান করে আউট হয়।

তামিম ৪৫, সাদমান ৬৭, লিটন ৬৭, সৌম্য ৪১, রিয়াদ ৫৯, মিরাজ ৫১ রান করেন এই প্রস্তুতি ম্যাচে।

কিন্তু প্রশ্নটা হল, প্রস্তুতি ম্যাচে বোলাররা ছিল নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে খেলা তারকারা। কিন্তু আসল লড়াইয়ে তো বাংলাদেশের সামনে বোলিং করবেন বোল্ট, সাউদিরা।

বোল্ট আর সাউদির তোপেই তো ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হল বাংলাদেশ। স্বাগতিক বোলারদের গতির সামনে দাড়াতেই পারছিলনা বাংলাদেশি ব্যাটসম্যানরা। টেস্ট ম্যাচে কি সেই ঘটনার পূনরাভৃত্তি হবে নাকি প্রস্তুতি ম্যাচের ব্যাটিংটা সেখানেও দেখাতে পারবে টাইগাররা সেটাই এখন দেখার অপেক্ষায়।