একাদশে রুবেলের না থাকা নিয়ে যা বললেন সুজন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচেই রুবেল ছিল একাদশের বাইরে। সেটার কারণও আছে। সাকিব না থাকায় একাদশে একজন বাড়তি ব্যাটসম্যান প্রয়োজন।

এই বাড়তি ব্যাটসম্যানের দাবিটা পূরন করতে গিয়েই একাদশে জায়গা হারাচ্ছেন রুবেল। সেটাই পূরন করার চেস্টা সাইফউদ্দিনকে দিয়ে। যার কারণে রুবেলকে বাদ দিয়ে পেস অলরাউন্ডার হিসেবে একাদশে চলে আসছেন সাইফ।

তাছাড়া নিউজিল্যান্ডের মাটিতে স্পিন একেবারেই অসফল। আর সেই দিক থেকে মিরাজ হয়তো বাদ পড়তে পারত। কিন্তু সাকিব না থাকায় একমাত্র স্পিনার আছেন এই মিরাজই। যার কারণে তাকেও বাদ দেয়া যায়নি।

তবে খালেদ মাহমুদ সুজন সরাসরি না বললেও তিনি বলেন, সাকিব না থাকায় দলের ব্যালেন্স রক্ষা একটু কঠিন। আমাদের ওই মানের অলরাউন্ডার সত্যিই কম। এখন একজন কম ব্যাটসম্যান নিয়ে খেললে ঝুঁকি হয়। তারপরও আমি বল, একাদশে একজন বোলারই কম মনে হচ্ছে আমার কাছে।