এটাই আমাদের দলের বড় সমস্যা : মিরাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হারের পিছনে বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। মূলত ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। আর এটাকেই বাংলাদেশ দলের বড় সমস্যা দেখছেন দলের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’