এটাই গেইলের শেষ বিশ্বকাপ

বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় ব্যাটসম্যান ক্রিস গেইল ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামী বিশ্বকাপের পরপরই ক্রিকেটের এই ফরম্যাট থেকে বিদায় নিবেন তিনি।

ক্রিস গেইল ক্যারিবিয়ান ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। আর মাত্র ২২৩ রান করলে তিনি পৌছাবেন ১০ হাজার রানের মাইলফলকে। ২০১৫ সালে সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ছিলেন না গেইল। বোর্ডের সাথে ঝামেলার পর তিনি অনিয়মিত ছিলেন জাতীয় দলে। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপকে সামনে রেখে আবারো জাতীয় দলে ফেরানো হয়েছে তাকে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই খেলবেন তিনি।