এটা লুকিয়ে রাখতে অনেক চেষ্টা করি : নারিন

ক্যারিয়ারের শুরুর দিকে বল হাতে ব্যাটসম্যানদের বোকা বানাতে বেশ পটু ছিলেন উইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন। বিস্ময়কর এই স্পিনারের বোলিং ধার এখনো কমে নি। চলতি বিপিএলে বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ঢাকার জয়ে বল ও ব্যাট হাতে বড় অবদান রেখেছেন নারিন। ব্যাট হাতে ৩১ রান ও বল হাতে ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন তিনি। একে একে তিনি ফিরিয়েছেন মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হারদুস ভিলজয়েন এবং সাদমান ইসলামকে।

আঙ্গুলের কারুকার্যে দুর্দান্ত স্পিন বোলিং করা নারিন বোলিংয়ের রহস্য লুকিয়ে রাখতে চান। কিন্তু ক্রিকেটে সব কিছু লুকিয়ে রাখা সম্ভব নয় বলেই মনে করেন নারিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় আমার আঙুলের কাজ লুকিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ক্রিকেটে তা সম্ভব নয়। আপনি চাইলেও বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট থেকে আজ অনেক সাহায্য পেয়েছি। বলতে গেলে আজ আমার দিন ছিল। তাই সফল হয়েছি।’