এবার ইংল্যান্ডের কাছে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াল ইংলিশরা। প্রথম দুটি ম্যাচ জিতে এই ম্যাচের আগেই সিরিজ নিশ্চিত করেছিল ক্যারিবিয়রা।

ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৭৭ রান। জবাব দিতে নেমে মাত্র ১৫৪ রানেই অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬১ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাড়ায় ৪৮৫ রানের।

দ্বিতীয় ইনিংসে এত রানের ব্যবধান টপকে জিততে পারেনি কোন দলই। তাই জিততে হলে রেকর্ড গড়তে হত তাদের। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। হেরেছে ২৩২ রানে।

জয়ের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫২ রান তোলে স্বাগতিকরা। দলের পক্ষে রোস্টন চেজ একাই করেন ১০২ রান। বাকি সব ব্যাটসম্যানদের মধ্যে একজন ব্যাতিত কেউ ৩০ এর ঘরেই যেতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ জোশেপ ৩৪ রান করেন।

দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মার্ক উড। সিরিজ সেরা হয়েছেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ।