এবার কাশ্মীরের হামলা নিয়ে কোহলির টুইট

ভারতে লোকসভা (জাতীয় নির্বাচন) নির্বাচনের আগে কাশ্মীরে সেনাবাহিনীর সিআরপিএফের উপর আক্রমণ এবং ৪৪ জন সেনার মৃত্যু সাম্প্রতিককালের সব থেকে বড় ঘটনা।

এ ব্যাপারে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন। তাছাড়া সরাসরি পাকিস্তানের দিকে আঙুল না তুললেও রাজ্য দলে গম্ভীরের সতীর্থ তথা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক উন্মুক্ত চাঁদ তড়িঘড়ি উচিত শিক্ষা দেওয়ার কথা জানান।

এদিকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নিহত জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এদিকে টুইটারে বিরাট কোহলি লেখেন, ‘পুলওয়ামায় হামলার কথা শুনে আমি স্তম্ভিত হয়েছি। নিহত জওয়ানদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামণা করি।’