এবার পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করল ভারত

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে কাশ্মীরের আকাশ থেকে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। এরপর পাকিস্তানী যুদ্ধবিমান ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে বোমা নিক্ষেপ করেছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই’র খবরে বলা হয়েছে, আজ বুধবার এ ঘটনা ঘটেছে।

এদিকে হামলার পর ভারতীয় বাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের হামলাকারী বিমানের একটি এফ-১৬ বিমান ভূপাতিত করেছে।

এদিকে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বিমানটি ভূপাতিত হওয়ার সময় পাইলট বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। সেই এলাকায় প্যারাসুট দেখা গেছে।

তবে পাইলটকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বুধবার সকালে জম্মু কাশ্মীরের নওশেরা সেক্টরে পাকিস্তানী যুদ্ধবিমান প্রবেশের পর বোমা নিক্ষেপ করে।

এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানকে তারা ধাওয়া করায় ফিরে গেছে পাকিস্তানী বিমানগুলো। এর আগে গত সোমবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোট এলাকায় বোমা নিক্ষেপ করে।