এবার সরিয়ে ফেলা হলো ১৫ পাকিস্তানি ক্রিকেটারের ছবি

গেল বৃহস্পতিবার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪০ জন সেনা নিহত হয়েছে। আর এমন ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত।

এই ঘটনার জেরে এবার নতুন উদ্যোগ নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। পাঞ্জাবের মূল মাঠ মোহালি স্টেডিয়াম থেকে এবার ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে ইমরান খান, শহীদ আফ্রিদি, জাভেদ মিয়াদাঁদ, ওয়াসিম আকরামসহ অন্তত ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারের ছবি ছিলো।

কিন্তু এবার তা সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিএ’র কোষাধ্যক্ষ অজয় ত্যাগী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলওয়ামার হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করতে আমরা এমন মানবিক সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে। আমরাও (পিসিএ) এর ব্যতিক্রম নই।’