এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না: হিরো আলম

গত ২০ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তাদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হিরো আলম। এ সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

এ সময় হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, ‘আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোন কিছুর জন্য চিন্তা করবেন না। আল্লাহ আপনাদের সাথে আছেন।’ এ সময় বিভিন্ন রোগীর স্বজনদের তিনি নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়।

এ সময় হিরো আলম বলেন, ‘আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, সেটা বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না? এটা হতে পারে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি ক্ষতিগ্রস্তদের দিকে এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভাল চিকিৎসা হওয়া সম্ভব।’