এরপরেও সেরা একাদশ নিয়ে খেলার প্রত্যাশা রোডসের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। এবার ইনজুরির কারণে প্রথম টেস্টে অনিশ্চিত দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে এরপরেও টেস্টে সেরা একাদশ নিয়ে খেলার প্রত্যাশা করছেন টাইগার কোচ স্টিভ রোডস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইনজুরি নিয়ে এখন কিছুটা সমস্যায় পড়েছি। তবে আমাদের মেডিক্যাল টিম যথেষ্ট ভালো এবং এই বিষয় নিয়ে তারা তৎপর থাকবে আশা করি। আমরা আমাদের সেরা একাদশ নির্বাচন করতে পারবো।’

তিনি আরো বলেন, ‘ইনজুরি নিয়ে তেমন চিন্তার কিছু নেই। একটি স্কোয়াডে ইনজুরি থাকবে এটিই স্বাভাবিক। তবে এটি একটি ফ্যাক্টর হতে পারে সিরিজ যত সামনে গড়াবে। ১১জন ফিট ক্রিকেটারকে নিয়ে টেস্ট সিরিজ শুরু করতে পারবো বলেই আমরা আশা করছি।’