এলিমিনেটর ম্যাচে ঢাকাকেই এগিয়ে রাখলেন ভাইকিংসের পেসার

আগামীকাল ৩ ফেব্রুয়ারি সোমবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। দুই দলের মধ্যকার ম্যাচে যে দল জিতবে এবং রংপুর ও কুমিল্লার ম্যাচে যে দল হারবে তারা আগামী বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দল চলে যাবে ফাইনালে।

এদিকে বিপিএল এর এবারের আসরে ঢাকার সাথে দুই দেখায় দুইবারই সফলতা পায় মুশফিক নেতৃত্বধীন চিটাগং। কিন্তু তারপরও ঢাকা ডায়নামাইটসকে কিছুটা এগিয়ে রাখছেন চিটাগং ভাইকিংসের পেসার মোহাম্মদ খালিদ।

আজ রবিবার ৩ জানুয়ারি প্র্যাকটিস শেষে চিটাগং ভাইকিংসের পেসার মোহাম্মদ খালিদ, ‘আসলে আমাদের দলে তেমন বিগ হিটার নেই, কিন্তু ওদের আছে। সে ক্ষেত্রে ওদের সুযোগ থাকবে বেশি বিগ হিট করার। আমাদের সেটা কম থাকবে। তবে ইনশাল্লাহ আমরা চাইবো এখান থেকে বের হয়ে আসতে এবং শেষ দুই ম্যাচ যেভাবে খেলেছি আমরা চাইবো যে এর থেকে আরো ভালো ক্রিকেট খেলতে।’

এ সময় খালিদ আরও বলেন, ‘স্থানীয় ক্রিকেটারের পারফর্মেন্সেই চট্টগ্রাম এতদূর পৌঁছাতে সক্ষম। আমরা অবশ্যই চাইবো সামনের ম্যাচে স্থানীয় ক্রিকেটারা বেশি ডমিনেট করে খেলতে। সাথে আমাদের যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে ওরাও বদ্ধপরিকর যে ভালো কিছু দিতে হবে, শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, তো এই ম্যাচে সবাই বদ্ধপরিকর ভালো খেলার ব্যাপারে।’