এশিয়ার প্রথম দেশ হিসেবে ইতিহাসের সামনে শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ের পথে রয়েছে তারা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে শ্রীলঙ্কার প্রয়োজন আর মাত্র ১৩৭ রান। তাহলেই ইতিহাসে নাম লেখাবে শ্রীলঙ্কা।

এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি তাদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ লঙ্কানদের সামনে। দেশের মাটিতে সর্বশেষ ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বোলারদের বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ২২২ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিংয়ে নেমে ভালো কিছু করতে পারেনি শ্রীলঙ্কাও। তারা মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায়।

এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২৮ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। যার ফলে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭। ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৬০ রান করে শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের প্রয়োজন আর ১৩৭ রান।