ওখানে ফেরত পাঠানোর আগে আমাকে গুলি করে মারেন: অ্যাঞ্জেলিনা জোলি

বিখ্যাত হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘এক রোহিঙ্গা নারী আমাকে বলেছেন, ওখানে (মিয়ানমারে) ফেরত পাঠানোর আগে আমাদের গুলি করে মারেন।’

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারে এক প্রেস কনফারেন্সে একথা জানান তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় নভোএয়ার বিমানে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি কক্সবাজারের ইনানীতে অবস্থানরত একটি তারকামানের হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করেন।

পরে তিনি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।