ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি যাওয়ার সুযোগ বাংলাদেশের

আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আর আসন্ন এই সিরিজে বাংলাদেশের সামনে র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে রেটিং পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে টাইগারদের।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১১ ও বাংলাদেশের ৯৩। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্টের সঙ্গে ৪ রেটিং পয়েন্ট যুক্ত হবে। ৪ রেটিং পয়েন্ট হারাবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে ২ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। অন্যদিকে ২ রেটিং পয়েন্ট হারাবে নিউজিল্যান্ড। বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে হারে তাহলে রেটিং পয়েন্ট কমবে না কোনো দলের।

অন্যদিকে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হারলে ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। অন্যদিকে ১ রেটিং পয়েন্ট পাবে নিউজিল্যান্ড। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০০।