কথা রাখলেন তামিম ইকবাল

গত আসরে তামিমের নেতৃত্বে বিপিএলের প্রাথমিক পর্ব শেষে শীর্ষে ছিল কুমিল্লা। কিন্তু ফাইনালে ওঠার দুটি সুযোগ পেয়েও তারা পারেনি কাজে লাগাতে। এবার ফাইনাল খেলতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট। তাদের নেতৃত্বের ভাবনায় এবারও তামিমই ছিলেন। তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান নিজে চেয়েছিলেন নেতৃত্ব না নিয়েও দলের চাওয়া পূরণে সবটা উজার করে দিতে।

এদিকে দলের স্বত্বাধিকারীদের কথা দিয়েছিলেন, এবার ফাইনাল খেলবেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই কথা রাখতে পেরে উচ্ছ্বসিত তামিম ইকবাল। নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ থাকলেও রোমাঞ্চিত তিনি প্রথমবার বিপিএলের ফাইনালে উঠতে পেরে।

তাছাড়া ব্যক্তিগত একটি লক্ষ্য পূরণের ব্যাপারও ছিল। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ও অন্যতম সিনিয়র ক্রিকেটার হয়েও বিপিএল ফাইনাল খেলার স্বাদ পাননি এখনও। এবার দুটি চাওয়া একসঙ্গে মিলে যাওয়ায় তামিম উচ্ছ্বসিত।

এ ব্যাপারে গণমাধ্যমকে তামিম বলেন, ‘মৌসুম শুরুর আগে দলকে কথা দিয়েছিলাম, এবার আমরা ফাইনাল খেলব। আমার নিজেরও একটা লক্ষ্য ছিল। মাশরাফি ভাই চারবার জিতেছেন, সাকিব দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াদ ভাই দুবার ফাইনাল খেলেছেন। আমারও খুব ইচ্ছা ছিল বিপিএলের ফাইনাল খেলার। আমাদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় স্টেজ তো বিপিএল ফাইনালই।’

এ সময় তামিম আরও বলেন, ‘কালকে জিতে ফাইনালে ওঠার পর খুব ভালো লেগেছে। অনেককেই বারবার বলেছি, আমার প্রথম ফাইনাল। আমি খুবই রোমাঞ্চিত। এক মাসের টুর্নামেন্টের ক্লান্তি ভুলে গেছি, ফাইনাল খেলতে মুখিয়ে আছি।’

তামিম বলেন, ‘এমনিতে তিনবার শূন্য রানে আউট হওয়ার পরও ৩২৬ রান, সেরা পাঁচে থাকা কিন্তু খারাপ নয়। তবে নিজের কাছে আমার যা প্রত্যাশা, সেটির কথা ভাবলে বলব ব্যর্থতাই বেশি। অন্তত ৪০০ রান করা উচিত ছিল এই সময়ে। সবচেয়ে খারাপ লেগেছে, বেশ কিছু ম্যাচে ভালো শুরুর পরও টানতে না পারায়, যেমনটি এমনিতে এখন আমার হয় না।’

এ সময় তামিম বলেন, ‘প্রথম দুই বিপিএলে ইনজুরিতে বেশি ম্যাচই খেলতে পারিনি। তার পর থেকে বিপিএলেও অনেক রান করেছি। এবারের পারফরম্যান্সে আমি নিজে খুব খুশি নই। তবে নিজে খুব ভালো না করলে আমার যতটা খারাপ লাগে, এবার লাগছে না কারণ দল ফাইনালে উঠেছে। কিন্তু নিজের পারফরম্যান্সের জন্য অজুহাত দিতে চাই না। অনেকগুলো ম্যাচে খুব ভালো শুরু করেছি। কিন্তু হয়তো একটা মুহূর্তের ভুল সিদ্ধান্তের কারণে ইনিংস বড় করতে পারিনি।’