কুমিল্লার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ আসরের আজ ফাইনালে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ২০১৫ সালের বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাপ ছড়ানো এ শিরোপার লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী ও মাছরাঙা টেলিভিশন। তাছাড়া মাঠে বসে এ ম্যাচটি উপভোগ করবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি শশাঙ্ক মনোহর।

এবার বিপিএলের ষষ্ঠ আসরে ধারাবাহিকতার দিক থেকে কুমিল্লার চেয়ে কিছুটা পিছিয়ে ঢাকা। তবে এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা আলরাউন্ডারদের মেলা বসিয়েছে ঢাকা ডায়নামাইটস। দলটিতে আছে সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মতো দুনিয়া মাতানো ক্যারিবীয় অলরাউন্ডাররা।

এদিকে দেশীয় অলরাউন্ডারদের মধ্যে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন শুভাগত হোম। যদিও লিগ পর্বে কিছুটা অধারাবাহিক ছিল ঢাকা। শুরুটা দারুণভাবে করলেও মাঝপথে ছন্দপতন ঘটে গতবারের রানার্সআপ ট্রফি জেতা দলটির। তবে শেষদিকে নারাইন-রাসেল-পোলার্ডদের নৈপুণ্যে শেষ চার নিশ্চিতের পর ডায়নামাইটসরা এখন ফাইনালের মঞ্চে। এর জন্য আজ ফাইনাল ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা ডায়নামাইটস সম্ভাব্য একাদশঃ সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, উপল থারাঙ্গা, কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।