কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কত বেতন পাবেন? দেখে নিন

ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিল ১৩ জন। এবার তা বেড়ে হয়েছে ১৭ জন। এবার জেনে নেওয়া যাক কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কেমন পারিশ্রমিক পারিশ্রমিক পাবেন বোর্ড থেকে-

‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক ৪ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিক ৩ লাখ। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক ২ লাখ টাকা করে বেতন পাবেন।

‘রুকি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক ১ লাখ টাকা করে বেতন পাবেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে আছেন দেখে নিন-

এ প্লাস ক্যাটাগরিঃ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এ ক্যাটাগরিঃ ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বি ক্যাটাগরিঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

রুকি ক্যাটাগরিঃ আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরি রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম হাসান ও খালেদ আহমেদ।