কোয়ার্টার ফাইনালেই ফিরছেন নেইমার

স্ট্রাস বার্গের বিপক্ষে ঠিক তিন সপ্তাহ আগে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ইনজুরি তাকে চ্যাম্পিয়নস লিগে দর্শক বানিয়ে দিয়েছিল। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের আগেই এই ইনজুরির পর অনেকেই পিএসজির বিদায় দেখেছিল ম্যানইউর বিপক্ষে।

কিন্তু হয়েছে উল্টো। ম্যানইউর মাঠে ম্যানইউকে হারিয়েছে পিএসজি। সেটাও আবার কোন গোল হজম না করে এবং ব্যবধান ২-০। তাই এখন আবারো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন নেইমার। আর সেটা প্রথম লেগ থেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, তাকে মাঠের বাইরে থাকতে হবে ৮ সপ্তাহ। যদি বেশি হয় তাহলে ১০ সপ্তাহ। আর যদি ১০ সপ্তাহ হয় তাহলে সে ফিরবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের কয়েকদিন আগে।

মাঠে ফেরার সাথে সাথেই কি টুখেল তাকে দলে নিবে? নেইমার কিন্তু চায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ নয়, প্রথম লেগ থেকেই মাঠে ফিরতে।

উল্লেখ্য যে, নেইমার এরই মধ্যে তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে আছে ইনজুরির পর। আর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল।