গাভাস্কার-শেবাগদের ধুয়ে দিলেন শোয়েব আখতার

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সুনিল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগদের মতো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া ক্রিকেটারদের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তিনি বলেন, ‘রাজনীতি নয়, আমরা ক্রিকেট নিয়ে কথা বলব। যখন এমনকিছু ঘটে তখন ক্রিকেটার হিসেবে আমাদের উচিত যোগাযোগ বাড়ানো, উসকানি বক্তব্য দেওয়া নয়।’