চকবাজারের অগ্নিকাণ্ডে রুশ প্রেসিডেন্টের শোক

গতকাল রাজধানীর পুরান ঢাকার চকবাজারে দেশের অন্যতম ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা অনেক।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ধ্বংসস্তূপ থেকে আগুন জ্বলছে। এদিকে, ফায়ার সার্ভিস থেকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে চকবাজারে আগুনে বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন এই সমবেদনা জানান। সেই বার্তায় পুতিন বলেন, ‘ঢাকায় আগুনে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এ সময় পুতিন আরও বলেন, ‘আমি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’