জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পিএসএল এর চতুর্থ আসর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর এবার বসতে যাচ্ছে দুবাইয়ে। আগামী বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হবে পাকিস্তানের এই জনপ্রিয় লিগটি। আসন্ন আসরেও গত বছরের ন্যায় অংশ নিচ্ছে ছয়টি দল। উদ্বোধনী ম্যাচে মাঠে নাববে ইসলামাবাদ উইনাউডেট ও লাহোর কালান্দাস।

এদিকে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে এক জমকালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছয় দলের অধিনায়কসহ অন্যান্য ক্রিকেটাররা। তাছাড়া ছয় ফ্রাঞ্চাইজির হয়ে নেতৃত্ব সামাল দিবেন বড় বড় তারকা ক্রিকেটাররা।

দেখে নিন কোন দলের নেতৃত্বে কে আছেনঃ

মোহাম্মদ সামি (ইসলামাবাদ উইনাইটেড), ইমাদ ওয়াসিম (করাচি কিংস), মোহাম্মদ হাফিজ (লাহোর কালান্দাস), শোয়েব মালিক (মলতান সুলতান), ড্যারেন সামি (পাশওয়ারা জালমি), এবং সরফরাজ আহমেদ (কোয়াট্ট গ্লাডিযেটরস)।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মনি ব্যবস্থাপনা পরিচালক (পিসিবি) ওয়াসিম খান, পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিক ও অন্যান্য অতিথিরা।