জানেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না : তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মোটেও ভালো কাটেনি বাংলাদেশ দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের একজন হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তিন ম্যাচের সিরিজে মাত্র ১০ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে ৫, পরের ম্যাচে ৫ ও শেষ ম্যাচে ০ রান করেন তামিম। এমন পারফরম্যান্স মানতেই পারছেন না তামিম। কেননা সাম্প্রতিক অতীতে তামিমের এত বাজে পারফরম্যান্স নেই।

আর তাই তামিমের এই ব্যাপারটি বিশ্বাস হচ্ছে না। ডানেনিন থেকে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে নেমে হাঁটতে হাঁটতে এ ব্যাপারে তামিম বললেন, ‘জানেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না।’

তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে তামিম ভালো কিছুর আশায় শুনিয়েছিলেন। কিন্তু মাঠে কিছুই করতে পারেননি তিনি। এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এখন টেস্টে তামিম জ্বলে উঠতে পারেন কিনা সেটাই দেখার পালা।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।