টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচে যাদের দিকে তাকিয়ে আশরাফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে হারা বাংলাদেশ দলকে সিরিজে ফিরতে হবে দ্বিতীয় ম্যাচে অবশ্যই জিততে হবে। এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের ভালো করার উপায় বলে দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এক্ষেত্রে দলের সিনিয়র ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলছেন তিনি।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আশা করছি আমাদের তিন সিনিয়র ব্যাটসম্যান (তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) তাদের উইকেটের মূল্য রাখবে। তামিম টপ অর্ডারে এবং বাকি দুজন মিডল অর্ডারে অবদান রাখবে। যা তরুণ খেলোয়াড়রা অনুসরণ করবে। তামিম তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সে ও লিটন ভালো শুরু এনে দেবে। যাতে পরবর্তী ব্যাটসম্যানরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে।’