টানা দুই দিন বাসা বসে শুধুই কেঁদেছি: নেইমার

রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে গত বছর পায়ের পাতার চোটে পড়েছিলেন নেইমার। এরপর অস্ত্রোপচার করে মাঠে ফিরতে দুই মাস লেগেছিল। খেলেছিলেন বিশ্বকাপে। কিন্তু নিজের সেরাটা দিতে পারেননি।

উপরন্তু কোস্টারিকার বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ার অভিনয় করে বিশ্বব্যাপী হাসির পাত্র হয়েছেন। এবার আবারও সেই পায়ের পাতার মেটারসালের চোটেই পড়েছেন তিনি। তবে গতবারের চেয়েও এবারের চোট সামলাতে বেশি কষ্ট হচ্ছে ব্রাজিল সুপারস্টারের।

এদিকে ফরাসি পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে নেইমার বলেছেন, ‘এবার চোটে পড়ার ব্যাপারটা মেনে নিতে বেশ কষ্ট হয়েছে। টানা দুই দিন বাসা থেকে বের হতে পারিনি। অনেক খারাপ লাগছিল আমার। বাসায় বসে বসে শুধুই কেঁদেছি।’

এদিকে গত মাসের শেষদিকে ফরাসি কাপের এক ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। মাঠে ফিরতে ফিরতে মে মাস। তাই গত বছর পায়ের চোটে পড়ে এত কষ্ট পাননি যা এখন পাচ্ছেন।

এ ব্যাপারে নেইমার বলেন, ‘গতবার যখন চোটে পড়লাম, বিশ্বকাপে যেন খেলতে পারি এ জন্য তাড়াহুড়ো করে অস্ত্রোপচার করে দুই মাসের মধ্যে ফিরে এসেছিলাম। আমি জানতাম আমাকে বিশ্বকাপের আগে ফিরতেই হবে, তাই সেবার এত কষ্ট পাইনি।’