টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ‘হিটম্যান’ রোহিতের নতুন মাইলফলক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল ভারত। আর সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা। মাত্র ১ রান করে ফিরেছিলেন তিনি। তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

২৯ বলে ৫০ রান করে ফেরেন তিনি। এরই ফলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ইনজুরির কারণে গাপটিল দল থেকে বাদ পড়ায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পান রোহিত।

আর এই সুযোগটি ভালো ভাবে কাজে লাগিয়েছেন তিনি। আজকের ম্যাচে মাঠে নামার আগে রোহিতের দরকার ছিল মাত্র ৩৪ রানের। আজ ৫০ রান করে তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তিনি। ৮৪ ইনিংসে এখন রোহিতের মোট রান ২২৮৮। অন্যদিকে ৭৪ ইনিংসে মোট ২২৭২ রান করেছেন গাপটিল।